নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রাতিষ্ঠানিক ও মাঠ পযায়ের স্বাস্থ্য বিভাগীয় গুরূত্বপূণ দায়িত্ব পালন করে থাকে । এর মধ্যে নিম্নলিখিত কাযক্রম সমূহ উল্লেখযোগ্যঃ
প্রাতিষ্ঠানিক সেবাসমূহঃ
ক। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রসমূহঃ প্রতিটি ইউনিয়নে এই সেবা কেন্দ্রসমূহ অবস্থিত। নওগাঁ সদর উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ১২টিইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রহিয়াছে কিন্তু অবকাঠামো না থাকার কারণে শুধুমাত্র ১টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে(বষাইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে) প্রতিদিন সকাল ৮.০০টা হইতে দুপুর ২.৩০টা পযন্ত বহিঃবিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
খ। কমিউনিটি ক্লিনিকসমূহঃ প্রতিটি ইউনিয়নের প্রতিটি পুরাতন ওয়াডে ১টি করে নওগাঁ সদর উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ৩২টি কমিউনিটি ক্লিনিক রহিয়াছে।উক্ত কমিউনিটি ক্লিনিকসমূহে প্রতিদিন সকাল ৯.০০টা হইতে দুপুর ৩.০০টা পযন্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্য সহকারীগণ বহিঃবিভাগের মাধ্যমে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান করে থাকেন।
মাঠ কাযক্রম সমূহঃ
( ১) ইপিআই কাযক্রমঃ প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে একবার করে নওগাঁ সদর উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ২৮৮টি আউটরিচ কেন্দ্রে
স্বাস্থ্য সহকারীগণ প্রতিদিন সকাল ৮.০০টা হইতে দুপুর ২.৩০টা পযন্ত ৯টি রোগের টিকা প্রদান করে থাকেন।
(২) এআরআই কাযক্রম
(৩) ডায়রিয়া নিয়ন্ত্রণ কাযক্রম
(৪) আসেনিক রোগ নিণয় ও ব্যবস্থাপনা কাযক্রম
(৫) যক্ষা ওকুষ্ঠ নিয়ন্ত্রণ কাযক্রম
(৬) ইনজুরী প্রিভেনশন কাযক্রম
(৭) মা ওশিশু স্বাস্থ্য কাযক্রম
(৮) জাতীয় পুষ্টি কাযক্রম
(৯) কৃমি নিয়ন্ত্রণ কাযক্রম
তাছাড়া স্বাস্থ্য সহকারীগণ রোগ প্রতিরোধের উদ্দেশ্যে প্রতিদিন বি.সি.সি কাযক্রম পরিচালনা করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস